Tuesday 26 April 2011

ইসলামশূন্য নয় হাসিনাশূন্য হবে দেশ : মুফতি আমিনী











স্টাফ রিপোর্টার
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান এজেন্ডা হলো—এ দেশ থেকে ইসলামকে বিদায় করা। বিদেশি শক্তির ইঙ্গিতে শেখ হাসিনা বাংলাদেশকে ইসলামশূন্য করতে চায়। এ দেশের মুসলমানরা তা হতে দেবে না। প্রয়োজেনে দেশ হাসিনাশূন্য হতে পারে; কিন্তু ইসলামশূন্য হবে না। তিনি বলেন, সরকার ইসলাম ও কোরআন ধ্বংসের ষড়যন্ত্র করছে। নির্বাচনের আগে শেখ হাসিনার হাতে তসবিহ ছিল, এখন তা নেই। সরকারের ইসলামবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ৪ এপ্রিল কোরআন রক্ষার হরতাল ডাকা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে লাখ লাখ আলেম ও ছাত্র-জনতা গ্রেফতার, কারাবরণ এবং জীবন দিতে প্রস্তুত আছে। কিন্তু কোরআনবিরোধী কোনো নীতিমালা এ দেশে বাস্তবায়ন হতে দেবে না।
গতকাল সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামী ছাত্র মোর্চা ঢাকা মহানগরীর উদ্যোগে ‘সঙ্কটে ইসলাম ও ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমিনী এসব কথা বলেন। ছাত্র মোর্চা ঢাকা মহানগর সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি খুরশিদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যেব, সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম, যুব মোর্চার সভাপতি মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ

No comments:

Post a Comment