Tuesday 28 December 2010

গায়ের জোর থাকলে আদালতে যাওয়ার প্রয়োজন হয় না : বিচারপতি রাব্বানী

শীর্ষ নিউজ

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী বলেছেন, যাদের গায়ের জোর আছে তাদের আদালতে যাওয়ার প্রয়োজন হয় না। দেশের প্রচলিত বিচারব্যবস্থায় অসহায় মানুষ বিচার পায় না। গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে সাপ্তাহিক ও অ্যাকশন এইড আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বিচারপতি গোলাম রাব্বানী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঠিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। কারণ দেশের প্রচলিত বিচারব্যবস্থায় অসহায় মানুষ বিচার পায় না।
তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান, সরকারি চাকরির বিধানে কোথাও জেলা প্রশাসক শব্দটি নেই। আছে ডেপুটি কমিশনার। অথচ তারা জেলা প্রশাসকের সাইনবোর্ড টানিয়ে দেশ স্বাধীন হওয়ার পরও আমাদের শাসন করে যাচ্ছেন। এ অবস্থায় বিচার সবার জন্য সমান ও সর্বজনীন হতে পারে না।
এ অবস্থার উন্নতির জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করা প্রয়োজন বলে অভিমত দেন তিনি।
তিনি বলেন, প্রত্যেক ব্যক্তির উন্নতির দায়িত্ব স্ব স্বভাবে তাকে দিতে হবে। এক্ষেত্রে কোনো আপস চলবে না। তা হলে চিড়া-মুড়িতেও মানুষের অতৃপ্তি থাকবে না।

No comments:

Post a Comment