Saturday 3 April 2010

বিএনপির অভিযোগ যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্তের শামিল

Sat 3 Apr 2010 8:05 PM BdST

rtnnঢাকা, ০৩ মার্চ (আরটিএনএন ডটনেট)-- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া সম্পর্কে প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ বিচারকে বাধাগ্রস্ত করার শামিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেছেন, বিরোধী দলের কেউ মানবতাবিরোধী অপরাধ করলে সেক্ষেত্রে তাকে বিচারের বাইরে রাখা সম্ভব নয়।

শনিবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

'সরকার বিরোধী দলকে ঘায়েল করতে এ বিচারকে ব্যবহার করছে'- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এমন অভিযোগ নাকচ করে দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কাউকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করা হচ্ছে।

বিচার চলাকালে আইনজীবী প্যানেলে আরো আইনজীবী যুক্ত হবে বলেও জানান ব্যারিস্টার শফিক আহমেদ।

আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে বিএনপি নেতাদের এমন অভিযোগ তুলে ধরে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘কে আপরাধী তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত সংস্থার। এ বিষয়ে অন্য কারো মন্তব্য করা সমীচীন হবে না।’

শফিক বলেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা খুবই দক্ষ এবং সৎ। এজন্য এ বিচার নিয়ে সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ‘রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে উনারা (সরকার) ইচ্ছামত যুদ্ধাপারাধীর তালিকা করেছেন। এতে সত্যিকারের যুদ্ধাপারাধীদের চিহ্নিত করে বিচার না করার প্রশ্ন জনমনে তীব্র হয়ে দেখা দিয়েছে।’

গত ৩১ মার্চ বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিচার প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। যুদ্ধাপরাধের বিচারের আগে তাদের আশ্রয়দাতাদের বিচার করা উচিত।’

আরটিএনএন ডটনেট/এমইউএ/এমএম_১৭৫৫ ঘ.

http://rtnn.net/details.php?id=23261&p=1&s=1

No comments:

Post a Comment