Saturday 3 April 2010

যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে সরকার জাপার সঙ্গে আলোচনা করেনি: এরশাদ



Sat 3 Apr 2010 7:48 PM BdST

rtnnঢাকা, ০৩ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- সরকারের শরীক দল হওয়ার পরও যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে জাতীয় পার্টির সঙ্গে কোনোরূপ আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। তবে সরকার আলোচনা না করলেও এ বিচার বিষয়ে জাতীয় পার্টির সম্মতি রয়েছে বলে জানান তিনি।

শনিবার বিকালে বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের বর্তমান বিদ্যুত ও পানি সঙ্কট বর্তমান সরকারের সৃষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় লাগবে।

সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত দেশবাসীকে একটু ধৈর্য ধারণ করতে অনুরোধ জানান এরশাদ।

শারীরিক অসুস্থতার কারণে বেগম রওশন এরশাদকে নিয়ে আগামী রবিবার সিঙ্গাপুর যাবেন বলে সাংবাদিকদের জানান তিনি।

http://rtnn.net/details.php?id=23259&p=1&s=1

No comments:

Post a Comment