Friday 25 May 2012

মানবাধিকার পরিস্থিতির অবনতিতে ভিয়েনা প্রবাসীদের উদ্বেগ Wed 23 May 2012 10:49 PM BdST
নিউজ ডেস্ক, ২৩ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ভিয়েনা প্রবাসীরা। বিরোধী রাজনীতিকদের নির্বিচারে হয়রানি বন্ধেরও আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের সামনে মুহাম্মদ আসাদ পার্কে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশের উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনমত তৈরিতে মানবাধিকার সংগঠন ইউরো-এশিয়া হিউম্যান রাইট্‌স এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে সমবেত বিভিন্ন কমিউনিটির নেতারা ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মানবাধিকারের চরম লংঘনে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আজ দেশের সর্বক্ষেত্রে নাগরিকদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। নিবির্চারে রাজনৈতিক প্রতিক্ষকে ঘায়েল ও নিঃশেষ করার প্রক্রিয়া, প্রতিনিয়ত একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো হত্যা, খুন ও গুম দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে দেশের সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ হত্যা যেন উৎসবে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সাংবিধানিক অভিভাবক নির্বাচিত সরকারের নির্লিপ্ততার নিন্দা জানিয়ে বক্তরা বলেন, কোনো কোনো ক্ষেত্রে মানবিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার কাজে সরাসরি পুলিশ বহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার সামগ্রিক পরিস্থতিকে আরো জটিল করেছে। মানববন্ধন থেকে দেশের এ নাজুক পরিস্থিতিতে দেশের সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার পাশপাশি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন দায়িত্বশীল মহলকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানানো হয়। দেশের হত্যা, খুন ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে হত্যা,খুন ও গুমের মহোৎসবচলছে। প্রতিদিন পুকুর, ডোবা ও নালাতে গলিত লাশ পাওয়া যাচ্ছে। তারা বলেন, খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনির ঘটনা সরকার যেন ইচ্ছা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিবির নেতার সন্ধানে সরকার বিন্দুমাত্র আন্তরিকতা প্রকাশ করেনি। ইউরো-এশিয়া হিউম্যান রাইটসের প্রেসিডিয়াম সদস্য কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ড. রওনক আফজা, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি নেয়ামুল বশির, বিএনপি অস্ট্রিয়া শাখার জেষ্ঠ্য নেতা আহসানুল শামস বাবু, বাংলাদেশি কমিউনিটি লিডার মোশাররফ হোসেন আযাদ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সেক্রেটারি আবু সাঈদ চোধুরী লিটন, আয়োজক সংগঠনের নেতা মুহাম্মদ ইব্রাহীম, হাবিবুররহমান জামাল, ফ্রি লিডার্স কাউন্সিলের আহবায়ক শামীম বেনোয়ার, হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মুহাম্মদ মুস্তফা, তাহমীদ বিল্লাহ, মুহাম্মদ হারুন, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন, গাজী কামাল, আবু বকর সিদ্দীক, আহমেদ শিহাব উদ্দিন, বিএনপি নেতা লেয়াকত আলী, মুহাম্মাদ হানিফ, পলাশ প্রমুখ। মানববন্ধন শেষে ইউরো-এশিয়া হিউম্যান রাইটসের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম ও বাংলাদেশ অষ্ট্রিয়া সমিতির সভাপতি নেয়ামুল বশিরের নেতৃত্বে জাতিসংঘ সেক্রেটারি জেনারেল বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। রিয়েল-টাইম নিউজ ডটকম/বিজ্ঞপ্তি/এসআই_ ২২৩৯ ঘ. http://www.real-timenews.com/details.php?id=47011&p=1&s=3

No comments:

Post a Comment