Monday 5 December 2011

টিপাইমুখ বাঁধ : সিলেটে সম্মিলিত সংগ্রাম পরিষদের ২ মাসের কর্মসূচি

সিলেট অফিস

সিলেটের সর্বস্তরের পেশাজীবীদের নিয়ে গঠিত টিপাইমুখ বাঁধ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ টিপাইমুখ বাঁধবিরোধী দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী গতকাল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
যে কোনো মূল্যে সর্বনাশা মরণফাঁদ প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারত সরকারকে বিরত রাখতে সব শ্রেণীপেশার মানুষকে সঙ্গে নিয়ে দুই মাসব্যাপী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দেশে-বিদেশে গণসংযোগ, সর্বস্তরের জনতাকে সঙ্গে নিয়ে গণঅবস্থান, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, গণসেমিনার এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বক্তৃতায় বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের ৩ কোটি মানুষ এবং দেশের এক-তৃতীয়াংশ কৃষিতে বিপর্যয়, বনাঞ্চল ধ্বংস, জীববৈচিত্র্য বিনষ্ট, বন্যা, নদী ভাঙন, ভূমিকম্প, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং মেঘনা অববাহিকায় লবণাক্ততার অনুপ্রবেশসহ বিভিন্ন মারাত্মক পরিবেশ বিপর্যয় নেমে আসবে। ধীরে ধীরে এই অঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হবে। তাই দেশ-মাতৃকার এ আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে যেতে হলে আমাদের টিপাইমুখ বাঁধ প্রতিরোধ করতেই হবে। সম্মেলনে তিনি আরও বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের ফলে আসন্ন ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ সংগঠনটি গঠন করা হয়।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে জাতিসংঘ, সার্ক, ইইউ, কমনওয়েলথ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, অর্থনৈতিক দাতা সংস্থাসহ ভারতের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। দেশের অভ্যন্তরে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুব দ্রুত সিলেটের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কমিটি গঠন করে আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা। টিপাইমুখ বাঁধ এবং এর সম্ভাব্য পরিবেশ বিপর্যয়ের ওপর তথ্যসমৃদ্ধ বাংলা ও ইংরেজি ভাষায় বুকলেট ছাপানো ও বিতরণ করা।
সংগঠনের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ ইউসুফ জুলকারনাইন জায়গীরদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, সিলেট পৌর সভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আফম কামাল, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএএনএ মাহবুব আহমদ, বিএমএ সিলেটের সাবেক সেক্রেটারি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাংবাদিক সেলিম আউয়াল, টিপাইমুখ বাঁধ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. মাহমুদুল হোসেন তোফা প্রমুখ।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এরই মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন স্থানে গণসংযোগ-লিফলেট বিতরণ : ভারত সরকারের একতরফা টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে জকিগঞ্জ অভিমুখে ৮ ডিসেম্বর সিলেট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আহ্বানে রোডমার্চ সফলের লক্ষ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।
বালাগঞ্জ ওসমানী নগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগকালে পৃথক পৃথক পথসভায় বক্তৃতা করেন রোডমার্চ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মশাহিদ আলী। সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি ও রোডমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় আরও বক্তৃতা করেন জেলা জমিয়ত নেতা আবদুস সালাম রাশিদী, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক ডিএম মোহাম্মদ আলী, জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা কবির আহমদ, জেলা জমিয়ত সদস্য মাওলানা ইসমাইল, বালাগঞ্জ উপজেলা জমিয়ত নেতা মাওলানা আবদুস সালাম।
শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মরণফাঁদ টিপাইমুখ বাঁধ নির্মাণ করে ভারত সরকার বাংলাদেশকে অস্তিত্বের সঙ্কটে ফেলে দিতে উঠেপড়ে লেগেছে। টিপাইমুখ বাঁধ রুখতে শ্রমিক নেতাদের জনমত গঠনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদেশের স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি গতকাল ভারত সরকারের টিপাইমুখ বাঁধ নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে সিলেট জামায়াত ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আয়োজিত সিলেটের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতার সঙ্গে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

No comments:

Post a Comment