Wednesday 10 August 2011

ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত : চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কশাঘাতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। জিনিসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষ অতিষ্ঠ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রী সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ব্যর্থতার দায়ভার নিয়ে তাকে পদত্যাগ করা উচিত। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পরই জিনিসপত্রের দাম বেড়ে যায়। বাণিজ্যমন্ত্রী কম খাওয়ার নসিহত করেন অথচ তিনি কি কম খান? জিনিসপত্রের দাম সরকারের মন্ত্রী-এমপিদের আয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ানো হয়। কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত লোকের কথা কেউ চিন্তা করেন না।
বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, তাতে মানুষ না খেয়ে ও অর্ধাহারে থাকা ছাড়া কোনো উপায় নেই। দেশের সাধারণ মানুষের ওপর নির্ভর করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নির্ধারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

No comments:

Post a Comment